শেখ জামালের ৭১তম জন্মদিনে মেয়র তাপসের শ্রদ্ধা

প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৪, ১৯:০৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে, বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রবিবার সকালে শহীদ শেখ জামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে ঢাদসিক মেয়র শহীদ শেখ জামালের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন এবং তার আত্মার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

শেখ জামাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার ছিলেন। ১৯৭৫ এর ১৫ আগস্ট তিনি সপরিবারে ঘাতকের হাতে নির্মমভাবে শহীদ হন।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এমআই/এসআইএস)