২ মে থেকে বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা
প্রকাশ | ২৯ এপ্রিল ২০২৪, ১২:১৪ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ১৩:২৬
ঢাকাসহ দেশের বেশির ভাগ অঞ্চলে চলছে তাপপ্রবাহ, যা আরও তিন দিন অব্যাহত থাকতে পারে। তবে ২ মে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা টাইমসকে তিনি এ কথা বলেন।
কিছু গণমাধ্যমে প্রকাশিত টানা বৃষ্টির সম্ভাবনার খবর প্রসঙ্গে কাজী জেবুন্নেসা বলেন, “টানা বৃষ্টির সম্ভাবনা ঠিক না। মে মাসের ২ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বেশি। দেশের মধ্য থেকে পূর্বভাগে বৃষ্টির সম্ভাবনা আছে। সারাদেশে ৫/৬ মে থেমে থেমে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে মাসের শুরুতে ২ মে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে এই বৃষ্টির প্রবণতা বেশি থাকবে মাসের প্রথম সপ্তাহে।”
তিনি বলেন, “পহেলা মে সন্ধ্যার পর থেকেই দু-এক জায়গায় বৃষ্টি হবে। পুরো মে মাসে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। আমাদের ২ তারিখে মিটিং হওয়ার পরে পুরো মে মাসের ফোরকাস্ট দিব আমরা। তবে মে মাসেও তাপমাত্রা মাঝেমধ্যে বাড়তে পারে। কিন্তু এমন টানা তীব্র গরম থাকবে না।”
এদিকে আবহাওয়া অধিদপ্তরের সোমবার সকালের পূর্বাভাসে জানানো হয়েছে, দুই জেলায় অতি তীব্র এবং ১৫ জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
গতকাল যশোর পর্যবেক্ষণাগারে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৪২ ডিগ্রি। ঢাকা পর্যবেক্ষণাগারে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টিপাত সম্পর্কে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কমতে পারে।
(ঢাকাটাইমস/২৯এপ্রিল/টিআই/এফএ)