ঢাবির সিনেট সদস্য হিসেবে পাঁচ সংসদ সদস্যকে মনোনয়ন

প্রকাশ | ২৯ এপ্রিল ২০২৪, ১৯:০৩ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ২০:১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে পাঁচজন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

সোমবার উপসচিব মো. মাহবুব জামিল স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১)(ই) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে নিম্নোক্ত পাঁচ জন সংসদ সদস্যকে মাননীয় স্পিকার মনোনয়ন প্রদান করেছেন।

সিনেট সদস্য হলেন যারা-

জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, সংরক্ষিত মহিলা আসন-৩৩ এর সংসদ সদস্য বেগম মেহের আফরোজ, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এএম/ইএস)