ময়লার গাড়ির ধাক্কায় স্কুলছাত্র নিহত: ডিএসসিসির গাড়িচালকসহ ৩ জন চাকরিচ্যুত
প্রকাশ | ২৯ এপ্রিল ২০২৪, ১৯:১৬ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ২০:০৪
রাজধানীর মুগদা এলাকায় ময়লার গাড়ির ধাক্কায় স্কুলছাত্র মাহিন আহমেদ (১৩) নিহতের ঘটনায় ঘাতক গাড়িচালক মো. কামালসহ তিনজনকে চাকরিচ্যুত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
চাকরিচ্যুত অপর দুজন হলেন- পরিচ্ছন্নকর্মী মো. আক্তার হোসেন ও মো. আব্দুল কাদের জিলানী বাবু।
সোমবার করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত দুটি পৃথক দাপ্তরিক আদেশে তাদেরকে চাকরিচ্যুতির কথা জানানো হয়।
গত ২৫ এপ্রিল রাত সাড়ে ৮টায় মুগদার মদিনাবাগ এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্কুলছাত্র মাহিন আহমেদ (১৩) নিহত হয়। নিহত মাহিন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এলএম/এসআইএস)