অনলাইন ডেলিভারি ম্যান সেজে গাজা পাচার, আটক ১

প্রকাশ | ০৪ মে ২০২৪, ২৩:৩৫

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকা টাইমস

কুমিল্লার দেবিদ্বারে অনলাইন ডেলিভারি ম্যান সেজে গাঁজা পাচারকালে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

শনিবার সকালে উপজেলা কালিকাপুর পূর্বপাড়া সুলতান ড্রাইভারের বাড়ির সংলগ্ন বেঁড়িবাঁধের ওপর থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম হাবিবুর রহমান (৩২)। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামের হোরন মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়ার নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. মোক্তার হোসেন ও উপপরিদর্শক (এসআই) অঞ্জন কুমার নাহাসহ এক দল পুলিশ সদস্য অভিযান চালিয়ে হাবিবকে আটক করে।

পরে তার সঙ্গে থাকা অনলাইন ডেলিভারি ব্যাগ তল্লাসী করে ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া বলেন, ‘আটক হাবিবুর রহমান জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদ পেয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দেবিদ্বার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৪মে/প্রতিনিধি/এসআইএস)