একীভূতকরণে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত মানছে না ন্যাশনাল ও বেসিক ব্যাংক

প্রকাশ | ০৪ মে ২০২৪, ২৩:৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

একীভূতকরণে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত মানছে না বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক ও সরকারি বেসিক ব্যাংক। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলোকে সবল পাঁচ ব্যাংকের সঙ্গে একীভূতকরণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা থাকলেও তা মানতে অনীহা প্রকাশ করছে এই দুই ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক থেকে একীভূতকরণের ঘোষণায় বলা হয়, এ বছরের ডিসেম্বরের মধ্যে আর্থিক পথচলায় দুর্বল ব্যাংককে সঙ্গী করবে সবল ব্যাংক। তাতে রাজি না থাকলে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নেবে।

এর আগে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়া ন্যাশনাল ব্যাংককে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক-ইউসিবি’র সঙ্গে একীভূতকরণের ঘোষণা হয়েছিল। তবে ইউসিবি’র সঙ্গে যাওয়ার বিপক্ষে মত দেন তারা ন্যাশনাল ব্যাংকের বোর্ড সভায়।

ন্যাশনাল ব্যাংকের মতো একই পথে হেঁটেছেন রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকের পর্ষদ। বেসরকারি খাতের সিটি ব্যাংকের সঙ্গে একীভূতকরণে রাজি হয়নি ব্যাংকটির পরিচালনা পর্ষদ, আপত্তি জানিয়েছিল কর্মীরাও।

বাংলাদেশ ইনস্টিটিউট অব বাংলাদেশ ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ ব্যাংক বলছে স্বেচ্ছায় কিন্তু ব্যাংকগুলো বলছে করতেই চাই না। যে করতে চায় না তাকে কেন জোর করবেন? তাহলে কি সমাধানের রাস্তা নাই। কেন করতেছি সেটাই মূল কথা। মার্জার একুজেশন মনে আসলো করে ফেললাম, তা না।’

কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা মতে, চলতি বছরেই সবল পাঁচ ব্যাংকের সঙ্গে একীভূতকরণের কথা দুর্বল আরও পাঁচ ব্যাংকের।

(ঢাকাটাইমস/০৪ মে/এমএইচ/এসআইএস)