এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

প্রকাশ | ০৫ মে ২০২৪, ০৯:৩৬ | আপডেট: ০৫ মে ২০২৪, ০৯:৫৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

সদ্য প্রয়াত সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী প্রতি সম্মান জানিয়ে রবিবার সকাল ১০টার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এবং ১১টার পর হাইকোর্ট বিভাগে বিচার কাজ বন্ধ থাকবে।   

এদিন সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ ঘোষণা দেন। 

গত ২ মে এ জে মোহাম্মদ আলী সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

এ জে মোহাম্মদ আলী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিত সভাপতি ছিলেন।

(ঢাকাটাইমস/০৫মে/এফএ)