১২ দফা দাবিতে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

প্রকাশ | ০৫ মে ২০২৪, ১৪:৪৬ | আপডেট: ০৫ মে ২০২৪, ১৪:৫০

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ, অভিন্ন সার্ভিস কোড, শুক্র-শনিবার ছুটি, শান্তি বিনোদনসহ অন্যান্য ছুটি, যাতায়াত, ওভারটাইম, টিফিন ভাতা, টিএ/ডিএ সুবিধা, বেতন স্কেল বৃদ্ধি, পদোন্নতি, শিফটিং ডিউটি বাস্তবায়নের মাধ্যমে ন্যায়সংগত কর্মপরিবেশ তৈরিসহ ১২ দফা দাবিতে নোয়াখালীতে কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।

রবিবার সকাল ৯টা থেকে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে তারা। এ কর্মবিরতিতে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। প্রথম দিনের এ কর্মবিরতি চলবে বিকালে ৪টা পর্যন্ত।

আন্দোলনকারীরা জানান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাথে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম এক হলেও বেতন-ভাতা, পদোন্নতি, ছুটিসহ সকল সুযোগ সুবিধা ভিন্ন। এছাড়া বিভিন্ন সময় চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের স্থায়ী না করায় তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। নির্ধারিত কর্মঘণ্টা নির্ধারণসহ তাদের দাবি-দাওয়া না মেনে নিলে তারা আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

আন্দোলনকারীরা পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান দপ্তরের সামনে অবস্থান নিয়ে প্লেকার্ড উঁচিয়ে থেমে থেমে তাদের দাবি-দাওয়া সম্বলিত বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

(ঢাকা টাইমস/০৫মে/এসএ)