ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মান্নান, সম্পাদক জাহাঙ্গীর 

প্রকাশ | ০৫ মে ২০২৪, ১৭:১৩ | আপডেট: ০৫ মে ২০২৪, ১৭:২৭

ঢাকা টাইমস ডেস্ক

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন শনিবার সমিতির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি হিসেবে মোহাম্মদ আব্দুল মান্নান, সহ-সভাপতি পদে এ.বি.এম বেলাল হোসেন খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নির্বাচিত হন।
এছাড়াও পরিচালক পদে যথাক্রমে মো. শাহ আলম পাটোয়ারী, মো. জয়নাল আবেদীন, মো. আবুল কাশেম, মো. শরীফ হোসেন, এ.কে.এম মনির হোসেন ভূইয়া, মো. সিরাজুল হক, মো. আবু হানিফ, মো. দেলোয়ার হোসেন ও নূরের জামানসহ নয়জন নির্বাচিত হন।
সভায় দোয়া ও আলোচনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সমিতির গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সদস্যবৃন্দ।


(ঢাকা টাইমস/০৫মে/এসএ)