সোনামসজিদ স্থলবন্দর দুদিন বন্ধ ঘোষণা 

প্রকাশ | ০৬ মে ২০২৪, ১৪:২৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস

ভারতের মালদা জেলায় লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এজন্য আগামী মঙ্গলবার (৭ মে) চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও মালদার মহদিপুর স্থলবন্দরের ব্যবসাযিক কার্যক্রম বন্ধ থাকবে।
এছাড়া উভয়পারের ইমিগ্রেশন সেন্টার ৪ মে সন্ধ্যা থেকে ৭ পর্যন্ত বন্ধ রয়েছে।
ভিন্ন ভিন্ন দুটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ ও ব্যবসায়িক সংগঠন।  
মালদা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও কালেক্টর নিতিন সিংহানিয়া এক চিঠিতে জানান, আগামী ৭ মে ভারতের মালদা জেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে ৪ মে সন্ধ্যা ৬টা থেকে নির্বাচনের দিন পর্যন্ত ইমিগ্রেশনের সব কার্যক্রম বন্ধ থাকবে। তাই এ বন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ থাকবে। তবে বিশেষ ব্যবস্থায় মেডিকেল ভিসাধারীরা ও ভারতীয় নাগরিকরা ভারতে ঢুকতে পারবেন।

তবে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের ইমিগ্রেশন সেন্টার ৬ মে ও ৭ মে বন্ধ থাকবে।  
অন্যদিকে ভারতের মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিত ঘোষ এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করে জানান, মালদার নির্বাচনের জন্য আগামী ৭ মে সোনামসজিদ বন্দর দিয়ে সব ধরনের ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ থাকবে।
(ঢাকা টাইমস/০৬মে/এসএ)