শরীয়তপুরে স্বামীকে খাবার দিতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্ত্রীর

প্রকাশ | ০৬ মে ২০২৪, ১৬:১৪

শরিয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
ছবি: সংগৃহীত।

শরীয়তপুরের ভেদরগঞ্জে বজ্রপাতে কুলসুম বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কুলসুম বেগম ওই এলাকার আফসার উদ্দিন মাঝির স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে মাঠে কৃষিকাজ করছিলেন আফসার উদ্দিন মাঝি। দুপুরে তার স্ত্রী কুলসুম বেগম রান্নাবান্না শেষ করে স্বামীর জন্য খাবার নিয়ে মাঠে যাওয়ার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন বলেন, দুপুরে কুলসুম বেগম তার স্বামীর জন্য খাবার নিয়ে মাঠে যাচ্ছিলেন। পথে বজ্রপাতে তার মৃত্যু হয় বলে জানতে পেরেছি। বর্তমানে তার মরদেহ চাঁদপুর হাসপাতালে রয়েছে।

(ঢাকাটাইমস/০৬মে/প্রতিনিধি/পিএস