মাদারীপুরের পৃথক স্থানে বজ্রপাতে দুইজন নিহত

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২৪, ২৩:৫০
অ- অ+

মাদারীপুরের পৃথকস্থানে বজ্রপাতে দুইজন মারা গেছেন।

সোমবার বিকালে মাদারীপুর সদরের কুমার নদে মিষ্টির দোকানের কর্মচারী সঞ্জিত বল্লভ আর কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকায় জসিম নামে এক যুবক মারা যায়।

নিহতদের পারিবারিকভাবে দাফন ও সৎকার করা হয়েছে।

নিহত সঞ্জিব বল্লভ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার শিমুলবাড়ি গ্রামের নগেন বল্লভের ছেলে। আর জসিম হাওলাদার কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের রামারপোল এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার শিমুবাড়ি গ্রামের নগেন বল্লভের ছেলে সঞ্জিব বল্লভ দীর্ঘদিন ধরে মাদারীপুর থাকেন। সে মাদারীপুর সদর উপজেলার পুরানবাজার এলাকার আজমেরি মিষ্টির দোকানে কর্মচারী হিসেবে কাজ করছিলেন। প্রতিদিনের মতো সোমবার বিকালে কুমার খাঁ নদে গোসল করতে যান সঞ্জিব বল্লভ ও আরেক কর্মচারী দিগেন বৈদ্য। এ সময় বজ্রপাতে সঞ্জিব বল্লভ ও দিগেন বৈদ্য গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সঞ্জিবকে মৃত ঘোষণা করেন।

এদিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের রামারপোল এলাকায় বাড়ি ফিরছিল জসিম হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তি। তখন বজ্রপাতে হলে তিনি মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার আবু সফর হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সঞ্জিবকে এখানে আনার আগেই মারা গেছে।

(ঢাকাটাইমস/০৬মে/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা