একগুচ্ছ কবিতা...

প্রকাশ | ১১ মে ২০২৪, ১৮:৩০

অনলাইন ডেস্ক

একটি সকাল

 

মোসলিমা খাতুন

অপেক্ষার পালা শেষ
আমরা এখন সূর্যের খুব কাছাকাছি
উত্তাপে ভরা বিদগ্ধ জীবন
আমরা হাঁটছি সৎ এবং সত্যের পথে
যাদের ভেতরটা ফাঁকা ফাঁপা
তারা ঝরে যাবে খুব শীগ্রই
আমরা বাঁচবো যারা খাবার চিবিয়ে খাই
আমাদের বুকের জমিন আছে
নিয়ম করে চাষাবাদ চলছে
সামান্য ডালভাত কচুর লতি চিংড়িমাছ
কিংবা পোলাও বিরিয়ানী পায়েস
ভাগাভাগি করে খাবো সবাই একত্রে
একসাথে নিশ্চিন্তে ঘুমাবো 
আকাশ নামের এক ছাদের নিচে।
প্রতি সন্ধ্যায় ঈশ্বরের সাথে কথা হয়
রাত শেষে সুন্দর একটি সকাল আসবেই।
--------------

 

অলৌকিক পুনরুজ্জীবন 

 

আনিসুর রহমান খান

সাহারা মরুভূমির ধূলো এলো ছন্দময় এই জীবনে
আমার আশাবাদী চোখ অন্ধ হয়ে যাক
ক্লাসিক ছেলের চোখের জলে আজ আপনিও হাসুন
যার মৃত্যু হয় সেই জানে পুনরুজ্জীবন কতক্ষণ
কত অশ্রু ঝরে একদিন রক্ত ঝরে চোখের জল ঝরে যাবে
কবে হবো তোমার পদ্মবসনা পুজোর প্রসাদ?
সাত স্বর্গ সব আদুরে স্পর্শ করে
আপনাকে আমার বিনম্র শ্রদ্ধা
তুলে নাও দীপান্বিতা যার বুকে কেউ নেই,
তুমি ছাড়া আর কেউ নেই, দুর্দান্ত অশ্রুঝরা মানুষটি
ধবমান কাল সংগমের স্বাদ তোমার জন্য রেখে গেল একা।
শুধু তুমি থাকবে সারা জীবন আমার প্রিয়। 
----------------

 

 

কুহক

 

জলিল মুহাম্মদ

তুই যে কত দামি ছিলি
আগে বুঝি নাই রে,
তুই যে কত আপন ছিলি
অবেলা টের পাই রে।
সকাল বেলা নষ্ট করছি
কাছে টাইনা যারে,
বিকাল বেলা ভাইবা দেখি
সে যে আপন না রে।
সোনালী দিন ফসকে গেছে,
বৃথাই তোরে চাই রে।।
মিষ্টি কথার চালে পইড়া
ডুইবাছিলাম ভুলে,
মাঝ দরিয়ায় ডাইকা নিয়া
আনে নাই সে কূলে।
হিরার টুকরা ঘরে থুইয়া
ঘুরছি খালি বাইরে।
---------

 

অচিন পাখি

 

আইভি রহমান

মন দরজায় করাঘাত করে
অচিন রঙিন পাখী
নিবিড় করে বাঁধতে যে চায়
নতুন রাঙা রাখি।
বুকের ভেতর টলমল করে
সুখ নামের ঢেউ
আমি ছাড়া সেই সে জোয়ার 
দেখে নাইতো কেউ।
----------------

 

 

স্বপ্ন নয় বাস্তবতা

 

সালমা আক্তার

আমি ভেবেছিলাম তুমি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হবে
কিন্তু দেখো ভাগ্যের কী নির্মম পরিহাস!
বিচ্ছেদ ঘটলো তোমার আমার
হয়ে গেলে জীবনের গল্প কিংবা উপন্যাস।
আমি ভেবেছিলাম তুমি আর আমি দুজনে মিলে
দক্ষিণা বাতায়ন খুলে
রাতের আকাশে তারা গুনে গুনে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বো;
তারপর একজন আরেকজনের স্বপ্নে বিচরণ করবো
কিন্তু সে কল্পনা বাস্তবতায় রূপ বদলালো
আকাশে অট্টহাসিতে পূর্ণিমা চাঁদ উঠলো
তারারা তাদের মুখ লুকালো
স্বপ্নের নেশা কেটে গেল
এখন বিচরণ শুধুই বাস্তবতার সিঁড়ি বেয়ে।
একদিন প্রশ্ন করি ‘তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো?’
তুমি শুধু মুচকি মুচকি হাসলে আর সান্ত্বনা দিয়ে বলেছিলে,
‘তুমি তো সর্বক্ষণ আমার সাথেই আছো’
কিন্তু ঝড়ের বাতাসে যেমন করে শুকনো পাতা উড়িয়ে নিয়ে যায়
আমিও তেমনি করে একদিন ভালোবাসার বিষণ্ন বাতাসে 
তোমার বুকের  বা-পাশ থেকে চলে গেলাম দূরে-বহুদূরে
দিগন্তের ওপারে।
আজ আমি বনবাসী
তবু আজো তোমায় ভীষণ ভালোবাসি।
-------------