শ্রীপুরে ট্রেনের ধাক্কায় রেলসেতু থেকে পড়ে দুজন নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৪, ২৩:৩৪
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে রেলসেতু পারাপারের সময় ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেলসেতু থেকে ছিটকে পড়ে দুইজন নিহত হয়েছেন।

রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার কাওরাইদ রেলওয়ে স্টেশনের অদূরে সুতিয়া নদীর ওপর রেলসেতুতে এই ঘটনা ঘটে। তবে

তাৎক্ষণিকভাবে নিহত দুই জনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় শাহজাহান বলেন, বিকালের দিকে দুজন বয়স্ক লোক গফরগাঁও উপজেলার গয়েশপুর বাজার থেকে রেলসেতু পার হয়ে কাওরাইদ বাজারে আসছিলেন। এ সময় ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। এসময় ট্রেনের ধাক্কায় দুজন নিচে পড়ে যান। এতে একজনের মাথা ক্ষতবিক্ষত হয়ে মারা যায়। অপরজনের শরীরে প্রচুর রক্তক্ষরণ হয়ে মারা যান।

তিনি আরও বলেন, তারা দুজন সেতুর প্রায় শেষ সীমানায় পৌঁছে গিয়েছিলেন। কিন্তু দ্রুত গতির ট্রেন নিমেষেই তাদের দুজনকেই ধাক্কা দেয়। এরপর আশপাশের লোকজন গিয়ে তাদের মরদেহ দেখতে পান। কাওরাইদ রেলওয়ে স্টেশন মাস্টার আল আমিন বলেন, ‘বিকাল সাড়ে তিনটার দিকে ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজন মারা গেছেন। রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে। নিহত দুজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সেতাফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানতে পারবো।

(ঢাকাটাইমস/১২মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাতারের কাছে ১.৯৬ বিলিয়ন ডলারের ড্রোন বিক্রি করবে যুক্তরাষ্ট্র
অবৈধ সম্পদ অর্জনের দায়ে জি কে শামীমের সাড়ে পাঁচ বছর কারাদণ্ড
বাংলাদেশের বিপক্ষে ড্র মানতেই পারছে না ভারত
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা