মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ৮

প্রকাশ | ১৩ মে ২০২৪, ১১:০৯ | আপডেট: ১৩ মে ২০২৪, ১২:২১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর মোরেলোস প্রদেশে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

শনিবার পর্যটন শহর কুয়ের্নাভাকার সঙ্গে রাজধানী মেক্সিকো সিটিকে সংযোগকারী হাইওয়ের কাছে অবস্থিত হুইটজিলাক পৌরসভায় এই হামলার ঘটনা ঘটে।

রবিবার মোরেলোস প্রসিকিউটর অফিস জানিয়েছে, ঘটনাস্থলেই চারজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান।

প্রসঙ্গত, ছুটি কাটানোর জন্য মেক্সিকো সিটির বাসিন্দাদের জন্য মোরেলোস খুবই জনপ্রিয় গন্তব্য। যদিও এটি অশান্ত গুয়েরেরো প্রদেশের সীমানায় অবস্থিত, আর সেখানেই বিভিন্ন ড্রাগ কার্টেল তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।

গত বছরের নভেম্বরে কুয়ের্নাভাকাতে পুলিশ এবং কথিত অপরাধীদের মধ্যে সশস্ত্র সংঘর্ষে নয়জন নিহত হয়েছিল।

সরকারি পরিসংখ্যান অনুসারে, মেক্সিকো সরকার দেশটির সামরিক বাহিনীকে মাঠে নামিয়ে মাদকবিরোধী অভিযান শুরু করার পর ২০০৬ সাল থেকে সারাদেশে প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ খুন হয়েছেন।

সূত্র: এএফপি/এনডিটিভি

(ঢাকাটাইমস/১৩মে/এমআর)