ভেদরগঞ্জে আবারও দেখা মিলল রাসেল ভাইপার সাপের

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আবারও একটি বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন স্থানীয়রা।
শনিবার (১৮ মে) সকালে উপজেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের আসাদ ব্যাপারীকান্দি এলাকা থেকে সাপটিকে ধরা হয়। এর আগে গত বৃহস্পতিবার (১৬ মে) একই উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের চরজিংকিং এলাকা থেকে একই প্রজাতির আরেকটি সাপ উদ্ধার করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কয়েকদিন ধরে উপজেলার চরাঞ্চল সখিপুরে সাপের উপদ্রব দেখা দিয়েছে।
তারা জানান, শনিবার সকালে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের আসাদ ব্যাপারীকান্দি এলাকার মাসুদ ঢালী তার বাড়ির পাশের জমিতে ঘাস কাটছিলেন। এসময় তিনি রাসেল ভাইপার সাপটিকে দেখতে পান। পরে তিনি ডাক দিলে স্থানীয়রা এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।
প্রত্যক্ষদর্শী মাসুদ ঢালি বলেন, আমি বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটছিলাম। তখন সাপটি দেখি। সাপটি যখন চলে যাচ্ছিল তখন আমি লোকজন ডাক দিলে তারা এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।
এ বিষয়ে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মাল বলেন, আমি খবরটি পেয়েছি। আসাদ ব্যাপারীকান্দি এলাকায় একটি রাসেল ভাইপার সাপ ধরার পর মেরে ফেলা হয়েছে। কয়েকদিন ধরে আমাদের ইউনিয়নের বিভিন্ন জায়গায় সাপ ধরা পড়ছে। আমরা এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করছি।
(ঢাকাটাইমস/১৮মে/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন