গাইবান্ধায় নির্বাচনি অফিস ভাঙচুর, হামলায় আহত ৪
প্রকাশ | ১৯ মে ২০২৪, ১৪:৪৩ | আপডেট: ১৯ মে ২০২৪, ১৫:০৯
গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুর জামান রিংকুর নির্বাচনি অফিস ভাঙচুর ও তার কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী ইস্তিকুর রহমান সরকার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় দোয়াত-কলম প্রতীকের অন্তত চারজন সমর্থক আহত হয়েছেন।
শনিবার রাত ৯টার দিকে বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া চারমাথা মোড় এলাকায় দোয়াত-কলম প্রতীকের প্রার্থীর নির্বাচনি প্রচারণার সময় এ হামলার ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে আহত মো. আইনুল মিয়া, মো. ছকু মিয়া, সাজু মিয়া, ছোনো মিয়ার নাম পাওয়া গেলেও পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি।
তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে দোয়াত-কলম প্রতীকের প্রধান নির্বাচনি এজেন্ট মোস্তাক আহম্মেদ বলেন, বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া চারমাথা মোড় এলাকায় রাত ৯টায় আমাদের (দোয়াত-কলম) নির্বাচনি অফিস ভাঙচুর করে কর্মী সমর্থকদের আহত করে। নির্বাচনি প্রচার-প্রচারণার সময় মিলন মিয়া ও মুরাদ মিয়া গং কাপ-পিরিচ প্রতীক ইস্তিকুরের সমর্থকেরা
আমাদের দোয়াত-কলম প্রতীকের নির্বাচনি সব পোস্টার ছিড়ে ফেলে, অফিস ভাঙচুর করেছে এবং প্রচারণার সময় আমাদের সমর্থকের ওপর হামলা চালিয়ে অনেককেই আহত করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় গাইবান্ধা সদর হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি রাতেই অভিযোগ আকারে থানায় দায়ের করা হয়েছে। আমাদের প্রার্থী আমিনুর জামান রিংকুর জনপ্রিয়তা বেশি হওয়ায় আমাদের নেতাকর্মীদের ওপর তারা হামলা চালিয়েছে। তারা চাচ্ছে যেন একটা বিশৃঙ্খলা হয়।
এ ব্যাপারে কাপ-পিরিচ প্রতীক ইস্তিকুর রহমান সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, অভিযোগটি গতরাতে হাতে পেয়েছি, সম্পূর্ণ বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/১৯মে/প্রতিনিধি/এসএ)