মোটরসাইকেলে করে ছিনতাই করতো তারা

প্রকাশ | ১৯ মে ২০২৪, ২৩:১৪

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মোটরসাইকেল ছিনতাই মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের হেফাজত থেকে ছিনতাইকৃত মোটরসাইকেল ও ছিনতাই কাজে ব্যবহৃত আরেকটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

শনিবার (১৮ মে) গভীর রাতে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাসিন্দা জুবায়ের (২৩), পলাশ (২২), পাবেল (২৪) ও তাদের সহযোগী রাজু।

পুলিশ জানিয়েছে, গত ১৭ মে রাত সাড়ে ৮টায় মিজমিজি জালকুড়ি এলাকা থেকে এক দম্পতি একটি সিভিআর মোটরসাইকেলে করে কাঁচপুর ব্রিজের উপর ঘুরতে গেলে তিন ছিনতাইকারী আরেকটি মোটরসাইকেল যোগে এসে ভুক্তভোগীদের চাকু ঠেকিয়ে এবং ভয়ভীতি দেখিয়ে তাদের সঙ্গে থাকা মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ভুক্তভোগীরা থানায় মামলা দায়ের করলে পুলিশ তৎপর হয়। একপর্যায়ে বিভিন্ন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ  আসামিদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, এরা প্রত্যেকে সক্রিয় ছিনতাইকারী। আসামিদের গ্রেপ্তার করে আজ আদালতে প্রেরণ করা হয়েছে। 

(ঢাকাটাইমস/১৯মে/প্রতিনিধি/পিএস)