ভৈরবে র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: ক্যাম্প কমান্ডার ফাহিম ফয়সালকে প্রত্যাহার 

প্রকাশ | ১৯ মে ২০২৪, ২৩:৩৫

ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস

কিশোরগঞ্জের ভৈরব র‍্যাব ক্যাম্পের কমান্ডার ফাহিম ফয়সালকে ক্যাম্পের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। 

রবিবার র‍্যাবের হেড কোয়ার্টার থেকে তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। এই আদেশটি আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে বলে বলা হয়েছে। র‍্যাবের সংশ্লিষ্ট সূত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে। 

এর আগে গত বৃহস্পতিবার (১৬ মে) রাতে ভৈরব র‍্যাব-১৪ ক্যাম্পে সুরাইয়া খাতুন (৫২) নামের এক নারী আসামির মৃত্যু হয়। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হলে তাকে প্রত্যাহার করে হেড কোয়াটারে যোগদানের আদেশ দেওয়া হয়। 

নিহত সুরাইয়া খাতুন ময়মনসিংহের নান্দাইল এলাকায় বাসিন্দা । গত বৃহস্পতিবার রাতে ওই নারীকে নান্দাইল থানার সামনে থেকে গ্রেপ্তার করে ভৈরব র‍্যাব ক্যাম্পে আনার পর ওই রাতেই মারা যান তিনি। পরে ভৈরব থানায় অপমৃত্যু মামলা করা হয়।  

এ বিষয়ে ক্যাম্প কমান্ডার মো. ফাহিম ফয়সালের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে অনেকতো লিখেছেন। এখন ক্যাম্পের দায়িত্ব থেকে  প্রত্যাহার করা হয়েছে, তাই ভৈরব ছেড়ে চলে যাব।

(ঢাকাটাইমস/১৯মে/প্রতিনিধি/পিএস)