বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দর্জির মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২০ মে ২০২৪, ১২:২৩ | প্রকাশিত : ২০ মে ২০২৪, ১১:২১

কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে মেহের জামাল (৫২) নামে এক দর্জির মৃত্যু হয়েছে।

রবিবার রাত ৯টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম।

নিহত মেহের জামাল কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের সবুজপাড়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, মেহের জামাল দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চৌমুহনী বাজারে দর্জির কাজ করে আসছেন। রবিবার রাত ৮টার দিকে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। রাত ৯টার দিকে বৃষ্টি শেষে বাড়ি ফেরার পথে ওয়াপদা সড়কে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস‌্য নজরুল ইসলাম বলেন, মেহের জামালের মরদেহ সোমবার সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, বিষয়টি শুনেছি। তবে নিহত মেহের জামাল সদর থানার বাসিন্দা।

(ঢাকা টাইমস/২০মে/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :