ডিবি কার্যালয়ে নিহত এমপি আনারের মেয়ে ডরিন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এসেছেন ঝিনাইদহ-৪ আসনের নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বুধবার দুপুর ২টার দিকে তিনি ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।
ডিবি জানিয়েছে, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ডিবি কার্যালয় এসেছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এদিকে বুধবার ভারতের নিউটাউনের সঞ্জীবা গার্ডেনে এমপি আনারের মরদেহের অংশ উদ্ধার করা হয়। তবে এখনো শরীরের বাকি অংশ উদ্ধার হয়নি। এই ঘটনায় ডিবি পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আনুষ্ঠানিকভাবে এমপি আনারকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে কারা জড়িত, কী কারণে তাকে হত্যা করা হয়েছে সব বিষয়ে অনুসন্ধান চলছে। শিগগিরই হত্যা রহস্য উদঘাটন হবে।’
এদিকে নিহত এমপি আনারের মরদেহ কবে দেশে আনা হবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি মন্ত্রী।
(ঢাকাটাইমস/২২মে/এসএস/এজে)

মন্তব্য করুন