সুনামগঞ্জে প্রার্থীর এজেন্টকে ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৯ মে ২০২৪, ১৫:১০| আপডেট : ২৯ মে ২০২৪, ১৫:২৫
অ- অ+

সুনামগঞ্জের দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রার্থীর এজেন্টকে ছোরাসহ আটক করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হালিম উদ্দিন।

পরে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

বুধবার সকাল সাড়ে ৯টায় ওই কেন্দ্রের ৬ নম্বর ভোট কক্ষে গিয়ে হাতে ছোরা দেখে ওই এজেন্টকে আটক করেন ম্যাজিস্ট্রেট।

আটক এজেন্টের নাম মাসুক মিয়া (৪৫)। তিনি দোয়ারাবাজারের মুরাদপুর গ্রামের গুলফর মিয়ার ছেলে।

তিনি বহিষ্কৃত বিএনপি নেতা আরিফুল ইসলাম জুয়েলের দোয়াত-কলম প্রতীকের এজেন্ট।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস জানান, দোয়াত কলমের এজেন্ট মাসুক মিয়ার হাতে ছোরা দেখে সঙ্গে সঙ্গে আটক করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। পরে তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা প্রদানের আদেশ তিনি।

(ঢাকা টাইমস/২৯মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পাঁচ গাড়ির সংঘর্ষ, আহত ২০
দিল্লিতে ৪ মাত্রার ভূমিকম্প, উত্তর ভারতজুড়ে তীব্র কম্পন
দুদিনের কর্মসূচি শুরু আজ: দাবি আদায়ে সরকারকে চাপ প্রয়োগসহ বিশ্বে তুলে ধরা হবে তিস্তার দুঃখ
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা