দাগনভূঞায় টানা চতুর্থবার চেয়ারম্যান হলেন দিদারুল কবীর রতন

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২৪, ১০:৫৬
অ- অ+

ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১ লাখ ৫৭ হাজার ১৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী ও ফেনী জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবীর রতন।

এ নিয়ে তিনি টানা চতুর্থবারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিংড়ী মাছ প্রতীকের প্রার্থী বিজন ভৌমিক পেয়েছেন ৩১৬৬ ভোট।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন হায়দার ১ লাখ ৮ হাজার ৮২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোহাম্মদ ইউসুফ আলী উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ১৫৪ ভোট৷

এর আগে মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া আক্তার রাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বুধবার সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে এবং সন্ধ্যায় ভোট গণনা শেষে রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এই ফলাফল ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/৩০মে/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৈয়দপুরে রেললাইন থেকে যুবকের লাশ উদ্ধার
অক্সফাম ও ওয়াটারএইড ‘অনির্বাণ –রাইজ অ্যান্ড লিড’ শীর্ষক  উদ্যোগ চালু করল
সুপ্রিম কোর্টে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, নিরাপত্তা জোরদার
সোনারগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে প্রক্সি দলিল লেখকের দাপট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা