দাগনভূঞায় টানা চতুর্থবার চেয়ারম্যান হলেন দিদারুল কবীর রতন

ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১ লাখ ৫৭ হাজার ১৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী ও ফেনী জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবীর রতন।
এ নিয়ে তিনি টানা চতুর্থবারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিংড়ী মাছ প্রতীকের প্রার্থী বিজন ভৌমিক পেয়েছেন ৩১৬৬ ভোট।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন হায়দার ১ লাখ ৮ হাজার ৮২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোহাম্মদ ইউসুফ আলী উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ১৫৪ ভোট৷
এর আগে মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া আক্তার রাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে এবং সন্ধ্যায় ভোট গণনা শেষে রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এই ফলাফল ঘোষণা করেন।
(ঢাকাটাইমস/৩০মে/এজে)

মন্তব্য করুন