টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রথম বড় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং করছে শ্রীলঙ্কা
চলছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের মাঠের লড়াই। আজ দিনের দ্বিতীয় ম্যাচে গ্রুপ ‘ডি’ এর প্রথম বড় ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।
শেষ পাঁচ দেখার সবকটিতে লঙ্কানদের হারানোর আত্মবিশ্বাস আছে দক্ষিণ আফ্রিকার। মার্করাম, মিলার, হেনরিক, কুইন্টন ডি ককদের নিয়েই বেশি চিন্তায় থাকতে হবে লঙ্কানদের।
প্রোটিয়াদের বোলিং লাইন আপও ত্রাস ছড়াবে লঙ্কান ব্যাটারদের মাঝে। এনগিদি-রাবাদা-নরখিয়াদের পেস রাখবে কার্যকরী ভূমিকা। তবে শেষ পাঁচ টি-টোয়েন্টির চারটিতেই হেরে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস তলানীতে চোকার্সদের।
এদিকে, মুখোমুখি পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও সবশেষ বাংলাদেশকে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাস নিয়েই মিশন শুরু করবে শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে জয় পেতে ম্যাথিউস, হাসারাঙ্গা, চামিরাদের দিকে বিশেষ নজর রাখতে হবে আফ্রিকানদের।
শ্রীলঙ্কা একাদশ পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা (অধিনায়ক), মহেশ থেকশানা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা।
দক্ষিণ আফ্রিকা একাদশ কুইন্টন ডি কক, রিজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিক নরখিয়া, ওটনিল বার্টম্যান।
(ঢাকাটাইমস/০৩জুন/এনবিডব্লিউ)