সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার দরগাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পাগলা-জগন্নাথপুর সড়কে এই ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত দুইটি যানবাহনই পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান জেলার বিশ্বম্ভপুর উপজেলার ছাতারকোনা গ্রামের মৃত আবু কালামের ছেলে সাব্বির আহমদ (৩৩)। একই ঘটনায় গুরুতর আহত হন একই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (৩৫)। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।
দুর্ঘটনায় আহত অপর ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থেকে সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ও জগন্নাথপুরগামী মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক শিব্বির আহমদ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরেক আরোহী সাদ্দাম হোসেনের মৃত্যু ঘটে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/০৩জুন/ প্রতিনিধি/পিএস)