দেশের কারাগারে আটক রয়েছেন ৩৬৩ বিদেশি নাগরিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ | ১২ জুন ২০২৪, ২০:০২

বিভিন্ন অপরাধে ৩৬৩ জন বিদেশি নাগরিক বাংলাদেশের কারাগারগুলোতে আটক রয়েছেন। এদের মধ্যে ভারতীয় নাগরিক সর্বোচ্চ সংখ্যক।
বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের কারাগারে বিভিন্ন অপরাধে আটক ৩৬৩ জন বিদেশি নাগরিকের মধ্যে ৮০ জন কয়েদি ও ১২৭ জন হাজতি রয়েছে। এছাড়া সাজা ভোগের পরও দেশের বিভিন্ন কারাগারে ১৫৬ জন বিদেশি বন্দি মুক্তি ও প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছেন।
তিনি বলেন, এদের মধ্যে ভারতের ২১২ জন, মিয়ানমারের ১১৪ জন, পাকিস্তানের ৭ জন, নাইজেরিয়া ও মালয়েশিয়ার ৬ জন করে, চীনা ও বেলারুশের ৪ জন করে, পেরু ও ক্যামেরুনের ২ জন করে এবং আমেরিকা, বতসোয়ানা, জর্জিয়া, তানজেনিয়া, মালয় ও অ্যাংগোলার ১ করে নাগরিক আটক রয়েছে।
ঢাকাটাইমস/১২জুন/ইএস