ঈদের দিনে কুপিয়ে হত্যা, দুই আসামি গ্রেপ্তার 

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০২৪, ১৭:২৯
অ- অ+

জামালপুরের ইসলামপুরে ঈদের দিন বিকালে পূর্ব শক্রতার জেরে আসাদ উল্লাহ ওরফে নিদু কাজী (৪৯) নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায়

মঙ্গলবার সকালে র‍্যাব-১৪ এর একটি দল অভিযান চালিয়ে জড়িত দুই প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে।

এর আগে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের জায়েদা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় আসাদ উল্লাহকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কবির হাসান ওরফে চায়না (৪১), ও মো. জিয়াউল মন্ডল জিয়া তাদের বাড়ি ওই উপজেলার তারতাপাড়া এলাকায়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, 'নিহতের পরিবারের সাথে গ্রেপ্তারকৃত মো. কবিরের পরিবারের দীর্ঘদিন ধরে বিভিন্ন পারিবারিক ও সামাজিক বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে সোমবার বিকালে নিহত আসাদ উল্লাহ ও তার চাচাতো ভাই আ. আলীম কাজী মাহমুদপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এসময় উপজেলার জায়েদা মোড়ে পৌঁছালে কবির হাসান ও মো. জিয়াউল মণ্ডলসহ অজ্ঞাতনামা কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় আসাদ উল্লাহ ও আলীম কাজীকে হাসপাতাল পাঠায়। পরে আহত আসাদ উল্লাহকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই রাতেই নিহতের বড় ভাই মো. জামাল উদ্দিন কাজী বাদী হয়ে ইসলামপুর থানায় হত্যা মামলা করেন।

জামালপুর র‌্যাব-১৪ কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, 'ইসলামপুরে আসাদ উল্লাহ ওরফে নিদু কাজী হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাব -১৪ জামালপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার সকালে মাদারগঞ্জ নলকা এলাকা থেকে দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৮জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উল্লাপাড়ায় চুরি রোধে রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসী
মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার
অবৈধ সম্পদের মামলায় আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন
ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড ২০২৫ পেল ইসলামী ব্যাংক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা