বিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
দিনাজপুরের বিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুনুর রশিদ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার দুপুর ১টার সময় উপজেলার জোতবানী ইউনিয়নের কেটরা-একইর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন উপজেলার জোতবানী ইউনিয়নের আমাইল গ্রামের মো. আশরাফ মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মোটরসাইকেলে বাসা থেকে একইর বাজারে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন হারুন। পথে কেটরা (হরামপুর) মোড়ে একইর বাজার থেকে আসা অপর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
এলাকাবাসী তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য দেওয়া হয়েছে। (ঢাকাটাইমস/২৩জুন/পিএস)