মৌলভীবাজারে বিকাশ জালিয়াত চক্রের ২ সদস্য আটক
মৌলভীবাজার সদর থানা পুলিশের অভিযানে কালাম আহমেদ (৩০) ও ধ্রুব দেব (৩৫) নামে বিকাশ জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।
রবিবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী এলাকা থেকে তাদের আটক করা হয়।
কালাম আহমেদ মৌলভীবাজার সদরের চাঁদনীঘাট গ্রামের ইনছান মিয়ার ছেলে এবং ধ্রুব দেব মৌলভীবাজার সদরের কামারকাপন গ্রামের গোলক দেবের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জুন সকালে মৌলভীবাজার শহরের দর্জির মহল এলাকার জনৈক তাহমিদুল ইসলামের মোবাইল এজেন্ট ব্যাংকিংয়ের দোকান থেকে অজ্ঞাত ২/৩ জন ব্যক্তি নগদ এজেন্ট অ্যাকাউন্টের পিন কোড ব্যবহার করে ১৫ হাজার টাকা ’সেন্ড মানী’ করে চলে যায়। এজেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা গায়েবের ঘটনায় সন্দেহ হলে দোকানের সিসি ক্যামেরা দেখে দোকান মালিক জালিয়াত চক্রের দুই জনকে শনাক্ত করেন।
বিষয়টি মৌলভীবাজার সদর থানা পুলিশকে জানালে পুলিশ সিসি ক্যামেরা এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে দুইজনকে আটক করে।
এই ঘটনায় তিনজনকে আসামি করে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, ‘এই চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবত মৌলভীবাজারে এই জালিয়াতি করে আসছে। তারা মোবাইল রিচার্জ বা বিকাশে টাকা পাঠানোর অজুহাতে বিভিন্ন দোকানে যায় এবং কৌশলে বিকাশ বা নগদের এজেন্ট নম্বরের গোপন পিন কোড তারা সংগ্রহ করে। পরবর্তীতে এই পিন কোড ব্যবহার করে এজেন্ট নাম্বার থেকে তাদেরই চক্রের সদস্যের নাম্বারে সেন্ড মানী করে টাকা হাতিয়ে নেয় ।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল জানান, ‘আটককৃতরা মোবাইল ব্যাংকিং জালিয়াতির সঙ্গে জড়িত মর্মে স্বীকার করেছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে, পলাতক অন্য আসামিকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।’
(ঢাকাটাইমস/২৪জুন/পিএস)
মন্তব্য করুন