তাড়াশে অবাধে ধরা পড়ছে ছোট-বড় বোয়াল

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৪, ১৩:০৫| আপডেট : ২৫ জুন ২০২৪, ১৩:৩৮
অ- অ+

চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশে জেলেরা অবাধে ছোট-বড় বোয়াল মাছ শিকার করছেন। তারা প্রতিদিন ছোট-বড় অসংখ্য ডিমওয়ালা মা মাছ শিকারে ব্যস্ত।

সোমবার উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া এলাকায় তারা বোয়াল মাছগুলো বিক্রি করেন।

স্থানীয় স্কুল শিক্ষক জহুরুল ইসলাম বলেন, উপজেলার মাগুরা ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের জেলেরা কোঁচ জাল নিয়ে চলনবিলের গোমানী নদীতে রাতভর এই বোয়ালগুলো শিকার করেন। আর এসব বড় বড় বোয়াল মাছকে পীরের মাছ বলা হয়।

তিনি আরও বলেন, সাধারণত এই সময়ে অনেক বৃষ্টিপাত হয়। তাই বড় বড় বোয়াল মাছ ডিম ছাড়ার জন্য নদীতে বা খালের পানিতে লাফালাফি করে। আর পানির সাথে জমির মধ্যে উঠে আসে, ঠিক সেই সময়ে জেলেরা বিভিন্ন ফাঁদ দিয়ে মাছগুলো শিকার করেন।

হামকুড়িয়া গ্রামের মজিবর রহমান জানান, বিলের পানিতে শখের বশে অনেকেই মাছ ধরতে যায়। গত রবিবার এলাকার একজন জেলে ১৯ কেজি ওজনের একটি বোয়াল মাছ শিকার করেন। পরে ওই বোয়াল ১২শ টাকা কেজি দরে বিক্রি করেন। আমাদের অঞ্চলের মানুষ প্রতি বছরই এই সময়গুলো বড় বড় মাছ শিকারের জন্য খালের মধ্যে জালসহ নানান মাছ ধরার উপকরণ নিয়ে যায়।

তাড়াশ উপজেলার মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ বলেন, এখন একটা মাছ ১৫ হাজার থেকে ২০ হাজার ডিম ছাড়বে। কিন্তু লোভ সামলাতে না পেরে মানুষ রাতের আঁধারে মাছ শিকার করছে। জনগণকে সচেতন থাকতে হবে। প্রতিদিন অভিযান চলছে ডিমওয়ালা মাছ শিকারির বিরুদ্ধে।

(ঢাকা টাইমস/২৫জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রমজানে খাদ্যশস্য বিতরণ সুশৃঙ্খল করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: আলী ইমাম মজুমদার
‘খুব শিগগিরই’ পুতিনের সঙ্গে সাক্ষাৎ, ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার প্রস্তুতির মধ্যে বললেন ট্রাম্প
শ্রীপুরে স্বামীর নির্যাতনে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ
নওগাঁয় সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা