পঞ্চগড়ে চলন্ত ট্রেনের ছাদে গোখরা! অতঃপর…
সারা দেশে রাসেলস ভাইপার আতঙ্কের মাঝেই পঞ্চগড়ে ঘটে গেল আরেক আতঙ্কের ঘটনা। সেখানে সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়গামী আন্ত নগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের একটি বগির ছাদে দেখা মিলল বিষধর গোখরার! যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
চলন্ত ট্রেনের ছাদ থেকে মাথাসহ শরীরের অর্ধাংশ বের করে উঁকি মেরে আছে বিরাট এক গোখরা। তাৎক্ষণিক সেই ভয়ানক দৃশ্য মুঠোফোনে ধারণ করেন এক যাত্রী। তারপর তিনি ঘটনাটা ট্রেনের স্টাফদের জানান। ওই ভিডিওটিও পাঠান।
বুধবার রাতে ট্রেনের ছাদে সাপ উঠে পড়ার এই বিষয়টি নিশ্চিত করে স্টেশন কর্তৃপক্ষ।
জানা গেছে, বুধবার সকাল ১১টায় সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায় আন্ত নগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেস। এ সময় কিসমত স্টেশন পার হলে ট্রেনের একটি বগির ছাদে সাপটি দেখতে পান যাত্রীরা। এরপর ট্রেনে দায়িত্বরতদের অবগত করেন তারা।
ট্রেনটি রাত ১১টার সময় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছালে রাতেই ট্রেনের স্টাফসহ স্টেশন সংশ্লিষ্টরা খোঁজাখুঁজি করলেও তারা আর সাপটিকে ছাদে বা অন্য কোথাও খুঁজে পাননি।
স্টেশনের গ্রেড ফোর স্টেশন মাস্টার নিরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চলন্ত ট্রেনের ছাদে সাপটিকে দেখতে পেয়ে ভিডিও করে আমাদের কাছে পাঠানো হয়। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, এটি একটি গোখরা। ট্রেনটি স্টেশনে পৌঁছালে আমরা তল্লাশি চালাই। কিন্তু সাপটি পাওয়া যায়নি।’
(ঢাকাটাইমস/২৭জুন/এজে)