বান্দরবান থেকে ৩০ কেএনএফ সদস্যকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর
বান্দরবানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সহযোগী সন্দেহে গ্রেপ্তার ৩০ কারাবন্দিকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। এ নিয়ে কেএনএফ সদস্য সন্দেহে আটক ব্যক্তিদের মধ্যে মোট ৬৩ সদস্যকে চট্টগ্রাম কারাগারে নেওয়া হলো।
শনিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান কারাগার থেকে তাদের চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বান্দরবান জেলা কারাগারের সুপার জান্নাত উল ফরহাদ।
তিনি বলেন, বান্দরবান কারাগারে স্থান সংকুলন না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ৩০ বন্দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।
বান্দরবান জেল সুপার জানান, জেলা কারাগারে বন্দি রয়েছেন ৩৩৮ জন। তবে এই কারাগারে ১৪ নারীসহ একশ জন পুরুষ বন্দির ধারণ ক্ষমতা রয়েছে। স্থান সংকুলন না হওয়ায় প্রথম দফায় ৩৩ এবং দ্বিতীয় দফায় ৩০ জনকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, গত ১১ জুন ১৬ জন নারীসহ মোট ৩৩ কেএনএফ সদস্যকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল রাতে বান্দরবানে সোনালী ব্যাংকের রুমা শাখায় হামলা, পুলিশ ও আনসার বাহিনীর অস্ত্র লুট এবং পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনার পর রুমা থানায় ১৪টি, থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি এবং রোয়াংছড়ি থানায় তিনটিসহ মোট ২২টি মামলা দায়ের করা হয়।
(ঢাকাটাইমস/২৯জুন/পিএস)