নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধসে প্রাণ গেল কৃষকের

​​​​​​​বান্দরবান প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ জুন ২০২৪, ১৮:৪১

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধসে মো. আবু বক্কর নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ফুলতলি গ্রামে পাহাড়ধসের এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শনিবার দুপুর একটার দিকে আবু বক্কর বাড়ির পাশে পাহাড় কাটা টিলার পাশে কৃষিকাজ করছিলেন। হঠাৎ করে তার ওপর কাটা পাহাড় থেকে মাটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঢাকা টাইমসকে বলেন, বিষয়টি শুনেছি। আমরা নিহত ওই কৃষকের পরিবারকে যথা সম্ভব সহযোগিতা করার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি।

কারা পাহাড় কেটেছিল এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি এ উপজেলায় নতুন এসেছি তাই কারা পাহাড় কেটেছিল বলতে পারছি না। তবে যারা অবৈধভাবে পাহাড় কাটে প্রশাসন তাদের বিরুদ্ধে সবসময় ব্যবস্থা গ্রহণ করে থাকে।

(ঢাকাটাইমস/২৯জুন/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :