সালথায় পুলিশ পরিচয়ে জুয়েলার্স থেকে স্বর্ণালংকার নিয়ে উধাও প্রতারক
ফরিদপুরের সালথা উপজেলা সদরের একটি জুয়েলার্সের দোকান থেকে পুলিশ কর্মকর্তা পরিচয়ে অভিনব কায়দায় স্বর্ণ ও রুপার জিনিস হাতিয়ে নিয়েছে এক প্রতারক।
শনিবার সকাল ৯টার দিকে সালথা বাজারের মা কালি জুয়েলার্সে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই দোকান পরিদর্শন করেছে।
মা কালি জুয়েলার্সের মালিক ত্রিনাথ কুমার পাল জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে দোকান খুলেন কর্মচারীরা। সকাল ৯টার দিকে এক ব্যক্তি নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় প্রায় তিন আনি ওজনের একটি স্বর্ণের আংটি ও ছয় ভরি ওজনের দুটি রুপার নুপুর দেখেন। একপর্যায় তিনি বলেন, জিনিসগুলো বাসায় নিয়ে পরিবারকে দেখিয়ে আনি, পছন্দ হলে নেব। এতে কর্মচারীরা রাজি না হলে ওই ব্যক্তি আমাকে ফোন করে বলেন, দাদা আমি সালথা থানা পুলিশের তদন্ত কর্মকর্তা মাসুদুর রহমান।
আমি আপনার দোকান থেকে একটি আংটি ও দুটি নুপুর নিয়ে যাচ্ছি বাসায়, পছন্দ হলে কিনে নেব। পরে আমি তাকে একজন পুলিশ কর্মকর্তা ভেবে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছি। এরপর ঘণ্টার পর ঘণ্টা চলে গেলেও তিনি আর ফিরে আসেননি। পরে তাকে ফোন করা হলে তিনি বলেন, দাদা আমি একটা আসামি ধরা নিয়ে ব্যস্ত আছি। এরপর ফোনটি বন্ধ করে দেয়। থানায় গিয়ে খোঁজ নিয়ে জানতে পারি মাসুদুর রহমান নামে কোনো পুলিশ কর্মকর্তা নেই।
সালথা থানার উপপরিদর্শক (এসআই) পরিমল কুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে আমরা ওই জুয়েলার্সের দোকান পরিদর্শন করে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। এবং ওই প্রতারকের মোবাইল ট্র্যাকিং করে দেখা গেছে, সিমটি অন্য একজনের নামে কেনা। তার অবস্থানও জানতে পেরেছি। আমরা তাকে ধরার চেষ্টা করছি।
(ঢাকাটাইমস/২৯জুন/পিএস)