বিশ্বকাপ শিরোপা জেতার পর কত প্রাইজমানি পেল ভারত, কে কোন পুরস্কার জিতলেন

প্রকাশ | ৩০ জুন ২০২৪, ১১:৩৫

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

প্রায় এক মাসের লড়াই শেষে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা নামল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। যেখানে প্রোটিয়াদের ৭ রানে হারিয়ে ১৭ বছর পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো রোহিত শর্মার দল।  টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হলো না দক্ষিণ আফ্রিকার। তীরে এসে তরী ডুবেছে তাদের। যার ফলে আরও একবার শিরোপার কাছ থেকে ফিরল দলটি।

চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় দল কত প্রাইজমানি পেল সবার আগ্রহ এখন সেই জায়গায়। ২০ দল নিয়ে আয়োজিত এবারের বিশ্বকাপে সব মিলিয়ে ১১.২৫ মিলিয়ন ডলার বা ১৩২ কোটি টাকার প্রাইজমানি দিয়েছে আইসিসি। যেখানে চ্যাম্পিয়ন দল ভারত পেয়েছে ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৭৫ লাখ টাকারও বেশি। চ্যাম্পিয়ন দলের জন্য এটাই সর্বোচ্চ প্রাইজমানি।

এছাড়া রানার্স আপ দল দক্ষিণ আফ্রিকা পেয়েছে ১.২৮ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি ২ লাখ টাকা। এদিকে সেমিফাইনালে হেরে যাওয়া দল দুটি ইংল্যান্ড ও আফগানিস্তান পেয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার করে। 

টুর্নামেন্টের সুপার এইটে জায়গা করে নেয়া দলগুলোর জন্য ন্যূনতম প্রাইজমানি ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার, যা বাংলাদেশি টাকায় ৪ কোটি ৪৯ লাখ ২৬ হাজার টাকারও বেশি। সে হিসাবে বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেয়া বাংলাদেশ শুধু প্রাইজমানি হিসাবে এই পরিমাণ অর্থ পেয়েছে।

এদিকে, এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পেয়েছে ৩১ হাজার ১৫৪ ডলার। সে হিসাবে তিন ম্যাচ জেতা বাংলাদেশ পেল ৯৩ হাজার ৪৬২ ডলার, যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৯ লাখ ৭৭ হাজার ৬৫৩ টাকার সমান। সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় ৪ লাখ ৭৫ হাজার ৯৬২ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৫৯ লাখ টাকারও বেশি।

ফাইনাল সেরা হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ৬টি চার ও ২টি ছক্কায় ৫৯ বলে ৭৬ রান করায় এই স্বীকৃতি মিলেছে তার। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন ভারতেরই জসপ্রীত বুমরাহ। ৮ ম্যাচে ওভারপ্রতি স্রেফ ৪.১৭ গড়ে রান দিয়ে ১৫টি উইকেট নিয়েছেন তিনি।

বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নেয় আফগানিস্তান। ফাইনালে উঠতে না পারলেও দলটির দুজন ক্রিকেটার আছেন সেরার তালিকায়। রহমানউল্লাহ গুরবাজ ৮ ম্যাচে ২৮১ রান করে হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক, হাঁকিয়েছেন তিনটি হাফ সেঞ্চুরি। ৮ ম্যাচে ১৭ উইকেট করে নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী আর্শদ্বীপ ও ফজল হক ফারুকী।

(ঢাকাটাইমস/৩০ জুন/এনবিডব্লিউ)