ঢাকা টাইমসে সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ার সুযোগ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৪, ১২:৪৬
অ- অ+

ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল। মূলধারার সংবাদমাধ্যমটির বার্তা বিভাগে সহ-সম্পাদক, শিক্ষানবিশ/প্রশিক্ষণার্থী রিপোর্টার এবং রাজধানীর কয়েকটি এলাকায় আঞ্চলিক প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ১০ জুলাইয়ের মধ্যে ই-মেইলে সিভি পাঠাতে পারবেন।

সহ-সম্পাদক (কান্ট্রি ডেস্ক)

পদসংখ্যা: ২ জন।

চাকরির ধরন: ফুল টাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কাজের ধরন: পূর্ণকালীন।

কর্মস্থল: ঢাকা।

আবেদনের যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস; পদ সংশ্লিষ্ট কাজের ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে; নিউজ লেখা ও সম্পাদনায় দক্ষ হতে হবে; চাপ সামলে নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন করার মানসিকতা; যোগাযোগ দক্ষতা; পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ২ থেকে ৩ বছর।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।

অন্যান্য যোগ্যতা: বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই দক্ষতা থাকতে হবে; সব ধরনের খবরের ক্ষেত্রে ওয়াকিবহাল থাকা; অনলাইন সাংবাদিকতা, সামাজিকমাধ্যম কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ধারণা থাকতে হবে।

শিক্ষানবিশ/প্রশিক্ষণার্থী রিপোর্টার

পদসংখ্যা: অনির্ধারিত।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কাজের ধরন: পূর্ণকালীন।

কর্মস্থল: ঢাকা।

আবেদনের যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস অথবা অধ্যয়নরত; পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই, থাকলে অগ্রাধিকার দেওয়া হবে; যোগাযোগ দক্ষতা; পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে; আত্মবিশ্বাসী এবং নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন করার মানসিকতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।

আঞ্চলিক প্রতিনিধি

(উত্তরা, গুলশান ও বনানী, ধানমন্ডি ও মোহাম্মদপুর, মিরপুর এবং পুরান ঢাকা)।

পদসংখ্যা: অনির্ধারিত।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কাজের ধরন: পূর্ণকালীন।

কর্মস্থল: ঢাকা।

আবেদনের যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস। পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে; যোগাযোগ দক্ষতা; পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে; আত্মবিশ্বাসী এবং চাপ সামলে নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন করার মানসিকতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।

বেতন ও সুযোগ সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

নির্বাচন প্রক্রিয়া

প্রাথমিকভাবে নির্বাচিতদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ দেওয়া হবে।

সিভি পাঠানোর ঠিকানা: [email protected]

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি গঠন
দলের জয়ের পর মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ আহমেদ
ঘন কুয়াশায় পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা চারটি
ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা, পুনর্গঠনে প্রয়োজন ১০ বিলিয়ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা