বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকা ডুবে দুই শিশু শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশ | ০১ জুলাই ২০২৪, ২১:৩৩

বান্দরবান প্রতিনিধি, ঢাকা টাইমস

বান্দরবানের থানচির সাঙ্গু নদীতে নৌকা ডুবে দুই শিশু শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১ জুলাই) দুপুরে উপজেলার তিন্দু ইউনিয়নের হরিসচন্দ্র পাড়া থেকে রুনাদন পাড়ায় যাওয়ার পথে নৌকা ডুবির ঘটনা ঘটে। এলাকাটি দূর্গম ও নেটওয়ার্ক বিহীন হওয়ায় নিখোঁজ শিক্ষার্থীদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের হরিসচন্দ্র পাড়া থেকে ৪-৫ জন লোক নৌকা যোগে রুনাদন পাড়ায় যাচ্ছিল। নৌকাটি পদ্মঝিরি এলাকায় পৌঁছালে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এসময় অন্যরা সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় দুই শিক্ষার্থী।

নিখোঁজ শিক্ষার্থীরা রুনাদন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

এ বিষয়ে তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, হরিসচন্দ্র পাড়ার ৩য় ও ৪র্থ শ্রেণিতে পড়ুয়া দুই শিক্ষার্থী রুনাদন পাড়া যাওয়ার পথে নৌকা ডুবে নিখোঁজ হয়েছে। এখনো বিস্তারিত খবর পাওয়া যায়নি। আমরা নিখোঁজ শিক্ষার্থীদের পরিচয় জানার জন্য চেষ্টা করছি।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, থানচিতে নৌকা ডুবে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর শুনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত জানা যাবে।

(ঢাকাটাইমস/০১জুলাই/পিএস)