মেট্রোরেলে এ কী কাণ্ড! তর্কাতর্কি, ধাক্কাধাক্কি অতঃপর সহযাত্রীর হাতে কামড়

প্রকাশ | ০৩ জুলাই ২০২৪, ১০:০৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

কম সময়ে গন্তব্যে পৌঁছার অন্যতম বাহন ঢাকার মেট্রোরেলে দিন দিন যাত্রী চাপ বাড়ছে। বেশিরভাগ সময় যাত্রীতে ঠাঁসা থাকছে বাহনটি। কখনো কখনো পা ফেলারও জায়গা থাকে না। এতে করে মাঝেমধ্যেই ঘটছে অদ্ভুত সব ঘটনা। যাত্রীদের মধ্যে বাগবিতণ্ডাসহ সম্প্রতি মেট্রোরেলে চুরির ঘটনাও ঘটেছে।

তবে সবকিছু ছাপিয়ে এবার মেট্রোরেলের ভেতরে এক যাত্রীর শরীরে হাত লাগাকে কেন্দ্র করে শুরুতে তর্কাতর্কি, পরে হাতাহাতি, এক পর্যায়ে এক যাত্রী অন্যজনকে হাতে কামড় বসিয়ে দিয়েছেন।

মঙ্গলবার বিকালে ঘটেছে এমন কাণ্ড। ওই মুহূর্তের ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল। তবে ঝগড়া ও ধাক্কাধাক্কিতে লিপ্ত দুই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, যিনি সহযাত্রীর শরীরে কামড় বসিয়েছেন, তিনি অন্য যাত্রীদের তোপের মুখে। কামড় খাওয়া ব্যক্তি বলছেন, ‘আমি এখানে দাঁড়িয়েছি, ওনার (যার গায়ে হাত লাগছে) গায়ে হাত লাগছে। উনিও বলছে, তার গায়ে হাত লাগলো কেন? এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে আমার হাতে কামড় দিয়েছে এবং আমার শার্ট ছিঁড়ে ফেলেছে। চশমাটা ভেঙে ফেলেছে।’

ঝগড়ায় লিপ্ত আরেকজন বলছেন, ‘আমি তাকে বলেছি মেট্রোরেলের হ্যান্ডেল ধরতে। কিন্তু তিনি হ্যান্ডেল না ধরে বলছে, আমি কি মেয়ে মানুষ? তারপর আমাকে ঘুষি দিয়েছে। এদিকে দুজনের ঝগড়ার একপর্যায়ে এক যাত্রীর হাত থেকে মোবাইল পড়ে ভেঙে যায়।’

এই গোটা ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমসহ নানা মহলে চলছে আলোচনা-সমালোচনা। চুরি, বাগবিতণ্ডাসহ এ ধরনের ঝগড়া এবং মারামারির মতো অপ্রীতিকর ঘটনা যদি নিয়ন্ত্রণ করা না যায়, তবে দিন দিন মেট্রোরেল তার জনপ্রিয়তা হারাবে বলে মনে করছেন সবাই।

(ঢাকাটাইমস/০৩জুলাই/এলএম/এজে)