খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় সাবেক সেনা সদস্যের মৃত্যু
প্রকাশ | ০৩ জুলাই ২০২৪, ১৭:০৬
রাজধানীর খিলক্ষেত রেলগেটে ট্রেনের ধাক্কায় হাবিবুর রহমান (৮০) নামে এক সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে খিলক্ষেত রেল গেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। নিহত হাবিবুর রহমানের বাসা খিলক্ষেতের বটতলায়। তিনি মৃত জুয়াদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তারা মিয়া।
তারা মিয়া বলেন, ‘সংবাদ পেয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের পরিবারের সাথে কথা বলে জানতে পারি তিনি একজন সাবেক সেনা সদস্য ছিলেন। আজ সকালের দিকে সিএমএইচে চিকিৎসার জন্য যাওয়ার পথে কমলাপুর থেকে ছেড়ে আসা ৬০৪ নং মালবাহী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ওই সাবেক সেনা কর্মকর্তা। পরে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
নিহতের ছেলের স্ত্রী শারমিন আক্তার বলেন, ‘আমার শ্বশুর ১৯৯১ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। এরপর থেকে তিনি বাসায় থাকতেন। বুধবার সকালের দিকে সিএমএইচে চিকিৎসার জন্য যাওয়ার পথে খিলক্ষেত রেলগেটে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আমার শ্বশুর।’
(ঢাকাটাইমস/০৩জুলাই/এলএম/কেএম)