তিন তারকা ক্রিকেটারের ওপর ‘নিষেধাজ্ঞা’ আরোপ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড

প্রকাশ | ০৪ জুলাই ২০২৪, ১৬:২১

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

গত বছরে ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও চরম ব্যর্থ পাকিস্তান দল। যুক্তরাষ্ট্রের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাবরের দল। বাজে পারফরম্যান্সের কারণে চরম সমালোচনার মুখে পড়তে হয় ক্রিকেট দলকে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের তিন তারকা ক্রিকেটারকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলো।

পাকিস্তানের তিন ক্রিকেটারের ওপর বিদেশি লিগে খেলতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে পিসিবি। আগামী কয়েক মাসে পাকিস্তানের কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকলেও ওই তিন ক্রিকেটার বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলতে যেতে পারবেন না। 

তিনজন ক্রিকেটারকে এই শাস্তি দেওয়া হয়েছে। বাবর ছাড়াও শাহিন আফ্রিদি এবং মোহাম্মদ রিজওয়ানকে বিদেশি লিগে খেলতে যাওয়ার অনুমতি দেয়নি বোর্ড। এই তিন ক্রিকেটারের কানাডার টি-টোয়েন্টি লিগে খেলার কথা ছিল। কিন্তু সেই লিগে খেলার ছাড়পত্র দেওয়া হয়নি তাদের।

এর আগে ১২ জন ক্রিকেটারকে বিদেশি লিগে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছিল। ছাড়পত্র পাওয়া ক্রিকেটাররা হলেন,
আবরার আহমেদ, ফখর জামান, হ্যারিস রউফ, মোহাম্মদ আমির, মোহাম্মদ হ্যারিস, মোহাম্মদ হাসনাইন, সালমান আগা, শাদাব খান, শারজিল খান, সোয়াইব মাকসুদ, জামান খান এবং উসামা মীর।

এর আগে বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ দুই ব্যাটার আজম খান ও সাইম আইয়ুবকে এনওসি দেয়নি পিসিবি। তারা আসন্ন সিপিএলে গায়ানা ওয়ারিয়র্সের হয়ে খেলার কথা ছিল। এর আগে এলপিএলেও ডাক পেয়েছিলেন আজম, তবে পিসিবির নিয়ম অনুসারে ‘বছরে দুটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার’ সুযোগের কথা মাথায় রেখে তিনি লঙ্কান টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নেন। 

উল্লেখ্য, আপাতত পাকিস্তান জাতীয় দলের কোনো খেলা নেই। ফলে বিশ্বকাপ শেষে দেশে ফিরে বাবর আজমরা ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন। আগস্ট মাসে টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। ওই সিরিজ দিয়ে ফের বাবর-রিজওয়ানদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা!

(ঢাকাটাইমস/০৪ জুলাই/এনবিডব্লিউ)