গুলি করে মারার দুই দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০২৪, ০৯:২০

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নগরভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে নিহত মো. রাজুর (১৯) মরদেহ ফেরত দিয়েছে তারা।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জগদল বিওপি সীমান্তে বিজিবি ও পুলিশকে রাজুর মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহত রাজুর মরদেহ বিএসএফ দুই দেশের পুলিশের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করেছে। মরদেহ গ্রহণের পর সেটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এর আগে গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় শনিবার বিকালে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায় বিজিবি।

শুক্রবার ভোরে রাজুসহ কয়েকজন উপজেলার নাগরভিটা সীমান্তের ৩৭৬ নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে যান। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে রাজু ঘটনাস্থলেই মারা যান।

(ঢাকাটাইমস/০৭জুলাই/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :