ধর্মমন্ত্রীর পাশে থাকা দুই যুবক খেলনা পিস্তলসহ আটক

​​​​​​​জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৪, ২৩:২৬| আপডেট : ০৭ জুলাই ২০২৪, ২৩:৩৩
অ- অ+

জামালপুরের ইসলামপুরে ডাক বাংলোতে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের অবস্থানের সময় খেলনা পিস্তলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার রাত ১০টার দিকে উপজেলার থানা মোড়ে ডাকবাংলো থেকে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) অভিজিৎ রায়। তবে আটক হওয়া দুই যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।

মোবাইল ফোনে অভিজিৎ রায় জানান, রাতে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ডাকবাংলোতে অবস্থানের সময় তার আশেপাশে দুই যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। এসময় তাদের কোমরে পিস্তল দেখতে পায় স্থানীয় নেতাকর্মীরা। পরে তারা দুই যুবককে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

অভিজিৎ রায় বলেন, ‘থানায় এনে দেখা যায় উদ্ধার করা পিস্তল খেলনার। যেটি গ্যাস লাইট হিসেবে ব্যবহার করা হয়। তবে আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কী কাজে এখানে এসেছে বা তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না’

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য। একইসঙ্গে তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

(ঢাকাটাইমস/০৭জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, কলকাতা বিমানবন্দরে আটকে গেল ফ্লাইট
যুদ্ধ থামাতে খামেনিকে সরাতে বললেন নেতানিয়াহু
অবিলম্বে তেহরান খালি করতে হবে, ট্রাম্পের হুঁশিয়ারি
তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠক নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সন্তোষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা