র‌্যাব মুখপাত্র আরাফাতকে বদলি

প্রকাশ | ০৮ জুলাই ২০২৪, ১৩:১৫ | আপডেট: ০৮ জুলাই ২০২৪, ১৩:৩৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলামকে বদলি করা হয়েছে। তার জায়গায় একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

সোমবার বাহিনীর একাধিক সূত্র ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, র‌্যাবের ইতিহাসে সব থেকে কমদিন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করলেন আরাফাত; যা অতীতে কেউ করেননি। তিনি মাত্র দুই মাস ১৩ দিন এই পদে থাকলেন।

এর আগে গত ২৪ এপ্রিল আরাফাত ইসলামকে র‌্যাব-১৩ এর অধিনায়ক থেকে মুখপাত্রের দায়িত্ব দিয়ে সদরদপ্তরে আনা হয়। গত বছরের জানুয়রিতে তিনি ব্যাটালিয়নটির অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন।

র‌্যাবের বিশ্বস্ত সূত্র ঢাকা টাইমসকে জানিয়েছে, মুখপাত্রের দায়িত্বে থাকা কমান্ডার আরাফাত ইসলামকে বদলি করে র‌্যাব-৮ এ পদায়ন করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন র‍্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌস। দায়িত্ব নিলে তিনি বাহিনীর ১৩তম মুখপাত্র হবেন।

গত বছরের ডিসেম্বরে মুনীম ফেরদৌস ব্যাটালিয়নটির (র‍্যাব-৫) অধিনায়ক হন। এই সেনা কর্মকর্তার বাড়ি পিরোজপুরে।

(ঢাকাটাইমস/০৮জুলাই/এসএস)