‘একেতো কোটার বাঁশ, তার উপর প্রশ্নফাঁস’

প্রকাশ | ০৮ জুলাই ২০২৪, ২১:০০ | আপডেট: ০৮ জুলাই ২০২৪, ২১:০৩

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস

‘একেতো কোটার বাঁশ, তার উপর প্রশ্নফাঁস’ শীর্ষক ‘লেখনী’ ও এ সংক্রান্ত একটি ‘স্ট্রিট আর্ট’ এঁকেছেন কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। কোটাবিরোধী আন্দোলনের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চলাকালীন শাহবাগ মোড়ে এগুলো প্রদর্শন করেন আন্দোলনকারীরা।

সোমবার বিকালে শাহবাগের সড়কেই কয়েকজন শিক্ষার্থীকে এগুলো আঁকতে দেখা যায়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন ঢাকা টাইমসকে জানান, তারা কোটাবিরোধী আন্দোলনে সংহতি জানিয়ে এটি এঁকেছেন এবং কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার চান।

ঢাকা টাইমসকে এই শিক্ষার্থী বলেন, ‘সম্প্রতি প্রকাশিত প্রশ্নফাঁসের খবর আমাদেরকে আরও ব্যাথিত করেছে।’

(ঢাকাটাইমস/৮জুলাই/এসকে/এসআইএস)