ইতালিতে বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ | ১০ জুলাই ২০২৪, ১৮:০০ | আপডেট: ১০ জুলাই ২০২৪, ১৮:২৬

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস

বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশন-বিমাসের কার্যক্রম বৃদ্ধিতে রোমের তিবুরতিনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের আহ্বায়ক ড. মুক্তার হোসেন বলেন, ইতালিতে বাংলাদেশ কমিউনিটির গুণগত অবস্থান ও ইন্টিগ্রেশনের অগ্রগতি আরও বেগবান করতে প্রয়োজন ঐক্যবদ্ধ ও সুসংগঠিত একটি প্লাটফর্ম, যা হবে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রেক্ষাপট বদলে দেওয়ার।
আলোচনা সভায় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন এনামুল হক রয়েল, মনির হোসেন, শাহ আলম, মো. রিয়াজুল, রফিকুল ইসলাম, সিকদার সেতু, মো. বিপুল, সাগর আহমেদসহ অনেকে। 
সভায় বক্তারা বলেন, ইতালীয় সমাজে বাংলাদেশ কমিউনিটির সার্বিক উন্নয়ন ও মঙ্গলার্থে প্রয়োজনীয় সকল বাস্তবমুখী পদক্ষেপ বাস্তবায়ন এখন সময়ের দাবি।
আলোচনা সভায় ইতালীয়দের কাছে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশন-বিমাসের কমিটি গঠনে সকলেই সমর্থন জানান এবং আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন।


(ঢাকা টাইমস/১০জুলাই/এসএ)