দুই কন্যা শিশুকে শ্বাসরোধে হত্যা করলেন মানসিক ভারসাম্যহীন মা

​​​​​​​মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৪, ২৩:০৩
অ- অ+

মাদারীপুর শহরের লঞ্চঘাট বালুর মাঠ এলাকায় দুই কন্যা সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন মা হালিমা খান।

বুধবার বিকালে ঘরের দরজা বন্ধ করে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়।

বিষয়টি টের পেয়ে পরিবারে লোকজন দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।

নিহত শিশু দুটির নাম জান্নত (৩) ও মেহেরাজ (১)। তারা লঞ্চঘাট এলাকার হালিম খানের কন্যা।

স্থানীয় সূত্র জানায়, লঞ্চঘাট এলাকার হালিম খানের সঙ্গে তার স্ত্রী তাহমিনা আক্তারের

পারিবারিক ঝামেলার কারণে তাহমিনা তার বাবা তারা মিয়ার বাড়িতে থাকেন। এরই মধ্যে তাহমিনা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তার চিকিৎসা চলছিল।

বুধবার দুপুরে তাহমিনার মা ছাদে কাপড় শুকাতে গেলে সে দুই সন্তানসহ তার ঘরের দরজা বন্ধ করে দেয়। এরই মধ্যে জান্নাত মেহরাজ এই দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘরের লোকজন দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হলে পুলিশকে খবর দেওয়া হয়।

মাদারীপুর সদর থানা পুলিশ দরজা ভেঙ্গে মশারি টাঙানো অবস্থায় খাটের উপর শিশুর লাশ নিয়ে মাকে বসে থাকতে দেখে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম সালাউদ্দিন জানান, মা তাহমিনা আক্তারকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১০জুলাই/পিএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা