যেসব এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশ | ১১ জুলাই ২০২৪, ০৮:২৬ | আপডেট: ১১ জুলাই ২০২৪, ০৯:১১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীসহ সারাদেশে প্রাকৃতিক গ্যাসের তীব্র সংকট চলছে। দিনের সিংহভাগ সময়ে পাইপলাইনে সংযুক্ত গ্যাসের চুলা অধিকাংশ জায়গায় জ্বলছে না কিংবা নিভু নিভু জ্বলছে। আজ বৃহস্পতিবার গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

 

বুধবার (১০ জুলাই) বিকেলে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত মোট দশ ঘণ্টা কলাবাগান, কাঠালবাগান, পূর্ব রাজাবাজার, গ্রিন রোড, ও পান্থপথ এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

 

এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

(ঢাকাটাইমস/১১ জুলাই/আরজেড)