কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিলো সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৪, ১৩:২৯| আপডেট : ১২ জুলাই ২০২৪, ১৩:৩৪
অ- অ+

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। শিগগিরই তিনি তিহাড় কারাগার থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন আবেদন মঞ্জুর করেন।

এদিকে মুখ্যমন্ত্রী পদে থাকবেন কিনা, সেই বিষয়ে সিদ্ধান্ত কেজরিওয়ালই নেবেন বলে জানিয়েছে আদালত।

বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন, কেজরিওয়াল জেলে ৯০ দিন ধরে রয়েছেন। তিনি একজন নির্বাচিত নেতা এবং তিনি মুখ্যমন্ত্রীর ভূমিকায় থাকবেন কিনা তা তার উপর নির্ভর করে।’

এর আগে গত ২৬ জুন একই মামলায় কেজরিওয়ালকে জামিন দিয়েছিল নিম্ন আদালত। যদিও জেল থেকে মুক্তির আগেই, সেই রায় খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। এরপর দিনই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পরে হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, মদ বিক্রির নীতিমালা সংক্রান্ত মামলায় (আবগারি) নয়টি সমন এড়িয়ে যাওয়ার পর গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মাঝে লোকসভা নির্বাচনে ভোটের প্রচারের জন্য কেজরিওয়ালকে ১ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট।

সেই মেয়াদ শেষ হওয়ার আগেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আরও ৭ দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানিয়েছিলেন কেজরিওয়ালের আইনজীবীরা। তবে দীর্ঘ শুনানির পর বিচারক কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দেন এবং তাকে জেল হেফাজতের রাখার নির্দেশ দেন। ফলে গত ২ জুন পুনরায় তিহাড় জেলে ফিরে যান অরবিন্দ কেজরিওয়াল। তারপর থেকেই জেলে বন্দি অরবিন্দ কেজরিওয়াল।

এদিকে কেজরিওয়াল ও তার দল একাধিকবার দাবি করেছে, বিজেপি সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা ইডি তাকে গ্রেপ্তার করে আম আদমি পার্টিকে দমাতে চায়। আরও বেশ কয়েকটি বিরোধী দলও বিজেপির বিরুদ্ধে ইডিকে নিজ স্বার্থে কাজে লাগানোর অভিযোগ তুলেছে। তাদের দাবি, নেতাদের বিরুদ্ধে এই সংস্থাকে ব্যবহার করছে বিজেপি।

সূত্র: এনডিটিভি

(ঢাকাটাইমস/১২জুলাই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ছেলে রাহাত ও উপসচিব দিদারুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জামালপুরে ইউপি সদস্যসহ দুজন গ্রেপ্তার
দুই আন্দোলনের মধ্যে সরকারের উপদেষ্টারা বিভাজনরেখা তৈরি করছে: রিজভী 
পর্তুগালে মোরারিয়া বিজনেস ফোরামের ইফতার মাহফিল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা