কোটা আন্দোলন: শনিবার সারাদেশে প্রতিনিধি সম্মেলনের ঘোষণা
প্রকাশ | ১২ জুলাই ২০২৪, ১৮:২৫
ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
কোটা সংস্কার আন্দোলনকারীরা আগামীকাল শনিবার সারাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ও ৬৪ জেলায় অনলাইন ও অফলাইন প্রতিনিধি সম্মেলন করার ঘোষণা দিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার শুক্রবার সোয়া ৬টায় রাজধানীর শাহবাগ চত্বরের সমাবেশ থেকে এ ঘোষণা দেন।
আবু বাকের মজুমদার জানান, আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে শনিবার সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করা হবে।
(ঢাকাটাইমস/১২জুলাই/এসকে/কেএম)