শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ
প্রকাশ | ১২ জুলাই ২০২৪, ১৮:৪৬
সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ও এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
শুক্রবার বিকাল চারটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। কোটা সংস্কারের দাবিতে ধারাবাহিক আন্দোলনের শুক্রবারের কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থীরা প্রথমে ঢাকা কলেজের মূল ফটকে সমাবেশ করেন। এরপরে বিক্ষোভ মিছিল করেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার সমন্বয়ক নাজমুল হাসানের নেতৃত্বে মিছিলটি ঢাকা কলেজের মূল ফটক থেকে শুরু হয়ে সায়েন্স ল্যাব মোড়, নীলক্ষেত মোড়, টিএসসি হয়ে ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার প্রধান সমন্বয়ক নাজমুল হাসান, অন্যতম সমন্বয়ক মো. রাকিব, জিহাদ ও মঈনুল।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা— ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘ঢাকা কলেজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘ছাত্র সমাজের ওপর হামলা কেন, জবাব চাই জবাব চাই’; ‘হুমকি দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’; ‘বাধা দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’; ‘বুলেট দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’; ‘পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’; ‘মামলা দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’; ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’; ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’ ইত্যাদি স্লোগান দেন।
এক দফা দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দাবিটি হলো– সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম (সর্বোচ্চ ৫ শতাংশ) পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।
(ঢাকাটাইমস/১২জুলাই/এমআই/এসআইএস)